প্লাস্টিক পরিবেশের অভাবনীয় ক্ষতি বয়ে আনছে
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযানমূলক সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা ইসলাম বলেন, পরিবেশ ভালো না থাকলে মন ভালো থাকে না। একটি সুস্থ্য ও স্বাভাবিক পরিবেশে সুন্দরভাবে জীবন যাপন করা যায়। বর্তমানে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে। এই প্লাস্টিক ও পলিথিন আমাদের পরিবেশের অভাবনীয় ক্ষতি বয়ে আনছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এর আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে প্রচারাভিযানমূলক সভা অনুষ্ঠিত হয়।
সুজা মেমোরিয়াল কলেজ শমশেরনগর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক উদ্দীনের সভাপতিত্বে ও বেলা’র সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ শাহেদা আক্তার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা ইসলাম, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়ান। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ কর্মী ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজা মেমোরিয়াল কলেজ এর সহকারী অধ্যাপক মো. আব্দুল আহাদ। সভার শুরুতে নদী, হাওর, বন ধ্বংস এবং প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভার প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক চমৎকার এই অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীসহ সকলের সচেতন হওয়ার একটি ভালো উদ্যোগ। বনের গাছগাছালি, নদী, ছড়া, পাহাড়, টিলা এগুলো রক্ষা করতে না পারলে ভবিষ্যতে আমাদের ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হতে হবে। এর পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব বিষয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে বর্জন করতে হবে।
রেমিট্যান্স যোদ্ধা উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট চূড়ান্ত খেলা
শ্রীমঙ্গলে রেমিট্যান্স যোদ্ধা উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট-(সিজন-১) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ভানুগাছ ইউনাইটেড চ্যাম্পিয়ন।
শনিবার (৩০ নভেম্বর) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আল রাজী ফাইটার্সকে ১৮ রানে হারিয়ে ভানুগাছ ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত অক্টোবর মাসে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ৩২টি দল অংশ গ্রহণ করে।
টস জিতে ভানুগাছ ইউনাইটেড ক্লাবের অধিনায়ক সুমন মালাকার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বিশ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে ভানুগাছ ইউনাইটেড ক্লাব। মধ্যাহ্ন বিরতির পর ২১৫ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে মাঠে নামে আল রাজী ফাইটার্স কমলগঞ্জ। শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে এবং ভানুগাছ ইউনাইটেড ১৮ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের ব্যাটসম্যান ইয়াছিন ৬৭ রান ও ২ উইকেট লাভ করে ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্ণামেন্টে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন ভানুগাছ ইউনাইটেড এর রাজু। টুর্ণামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় আল রাজী ফাইটার্স ক্লাবের বাবলু। সেরা বোলার নির্বাচিত হয়ে একই দলের সুমন।
টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: মোবারক হোসেন লোপ্পার সঞ্চালনায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর পরিচালক ইকরাম রানা, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এম এ ছালাম। উপস্থিত ছিলেন শিক্ষক আবুল কাশেম, ক্রীড়ানুরাগী আব্দুর রহমান খাঁন পাশা ও সদস্য সচিব মীর এম এ কালাম প্রমুখ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানী চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইজমানী ও রানার আপ ট্রফি তুলে দেন।
শমশেরনগর জেনারেল হাসপাতাল ইউকের পূর্ণাঙ্গ কমিটি গঠণ
বৃটেনে বসবাসরত শমশেরনগর জেনারেল হাসপাতালের দাতা সদস্যদের নিয়ে ২০২৫-২০২৬ সালের জন্য হাসপাতাল কার্যক্রমকে গতিশীল করতে দুই বছর মেয়াদি ইউকে কমিটি গঠন করা হয়েছে। রবিবার(১ ডিসেম্বর ২০২৪ইং) হাসপাতাল নির্বাহী কমিটির সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে এক আন্তর্জাতিক ভার্চ্যুয়াল আলোচনা সভায় সাধারণ সম্পাদক আব্দুস সালাম নবগঠিত ইউকে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন।
নবগঠিত কমিটিতে সৈয়দ মাসুমকে সভাপতি, তরিকুর রশীদ চৌধুরী শওকতকে সাধারণ সম্পাদক, মোস্তাক আহমেদকে কোষাধ্যক্ষ ও কুতুব আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একই সাথে মোহাম্মদ সরওয়ার জামান রানা, আলেয়া জামান, আলহাজ্ব ফয়জুল হক ও শিবলী আহমেদ চৌধুরী এই চারজনকে কমিটির পৃষ্ঠপোষক পরিষদের (পেট্রন) নাম ঘোষণা করা হয়।
এছাড়া ১৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের নামও ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদে আছেন- ডাঃ কামাল আহমেদ, মোঃ গিয়াস উদ্দিন (যুক্তরাজ্যে সাবেক হাইকমিশনার), কে.এম. আবু তাহের চৌধুরী, এ.কে.এম. জিল্লুল হক, নবাব উদ্দিন, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, লিয়াকত খান, ফারুক আহমেদ, আব্দুল গণি চৌধুরী, এ.এস.এম. মাসুম, আমিনুল ইসলাম, শেবুল চৌধুরী এবং সৈয়দ রাশেদুল ইসলাম।