মুক্তকথা সংবাদকক্ষ॥ আজ ২ এপ্রিল এ খবর লেখা পর্যন্ত সারা বিশ্বে মহামারী করোণায় সর্বমোট ১৩,০৩,৬২,৬৭০জন আক্রান্ত হয়েছেন। আজ ‘ওয়ার্ল্ড মিটার’ এ তথ্য প্রকাশ করেছে। তাদের প্রকাশ করা তথ্যে এ পর্যন্ত সারা বিশ্বে মৃতের সংখ্যা ২৮,৪৩,০৫১জন। এ পর্যন্ত করোণা মহামারী থেকে সুস্থ হয়েছেন সারা বিশ্বে মোট ১০,৫০,২০,১৬৬জন।
‘ওয়ার্ল্ড মিটার’ এর তথ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ অর্থাৎ বেশী মারা গেছেন আমেরিকায়। তার পরের ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল এবং তিন নম্বর দেশ ভারত। চতুর্থে আছে যুক্তরাজ্য, পঞ্চমে রুশিয়া এবং ছয় নাম্বারে রয়েছে ফরাসীরা।
আমেরিকায় এ পর্যন্ত মারা গিয়েছে ৫, ৬৬, ৬২১জন। ব্রাজিলে মারা গিয়েছে ৩,২৫,৫৫৯জন; ভারতে মারা গিয়েছে ১, ৬৩, ৪২৮জন; রুশিয়ায় মারা গিয়েছে ৯৯,৬৩৩জন এবং বৃটেনে মারা গিয়েছে ১,২৬,৭৬৪জন। ফরাসী দেশে মারা গিয়েছে মোট ৯৫,৯৭৬জন। তথ্য সূত্র: ‘ওয়ার্ল্ড মিটার’ ও ঢাকা ট্রিবিউন
|