মুক্তকথা প্রতিবেদন॥ এরিক গর্ডন। একটি নামই শুধু নয় একটি প্রতিষ্ঠান। কেমডেনের সকল মহলে বিশেষ করে সংবাদপত্র আঙ্গিনার সকলেই এই এক নামে তাকে চিনতো। মুলতঃ বাম রাজনীতির মানুষ। বৃটেনের শ্রমিক রাজনীতির ধারায় কিছুটা ধনবাদী মানসিকতা ঢুকে পড়ায় সরাসরি রাজনীতি থেকে সরে এসে সংবাদপত্র প্রকাশনার অঙ্গনে নিজেকে জড়িয়ে নেন প্রগতিশীল রাজনীতির ধারায় টিকে থাকার কল্যাণী মানসে।
চলে গেলেন সেই মানুষটি উননব্বই বছর বয়সে। তার এই দীর্ঘ জীবনের পথ পরিক্রমায় পেয়েছেন নগন্য কিন্তু দিয়েছেন এবং রেখেগেছেন অমূল্য এক সম্পদ, একখানা সুপ্রতিষ্ঠিত সংবাদপত্র। যে নাম কেমডেনের সকল মানুষের মুখে মুখে। কেমডেনের সকল সম্প্রদায়ের মানুষের কাছে সুপরিচিত, নন্দিত সংবাদপত্র “কেমডেন নিউ জার্ণাল”। তার সৃষ্টিশীল চিন্তাধারায় প্রতিষ্ঠিত “কেমডেন জার্ণাল”ই মৃত্যুর পর তাকে বলেছে “লেখা-লেখির কিংবদন্তী”!
 ১৯৯৮ সালে লণ্ডনের “দি স্পাইচ” রেস্তোরাঁয় আয়োজিত এক গুরুত্বপূর্ণ কম্যুনিটি সভা শেষে আয়োজিত ভোজে সম্পাদক এরিক গর্ডন। ছবি: মুক্তকথা সিন্দুক
হ্যাঁ ঠিকই তিনি ছিলেন অত্রাঞ্চলে লেখা-লেখির বা কালির জগতের এক কিংবদন্তীর মানুষ। তারই সৃষ্টিশীল চিন্তার ফসল বিনা খরচে অর্থাৎ নিখরচায় কেমডেনের সকলেই পড়তে পারবেন সংবাদপত্র। আর সেই সংবাদপত্রই হলো “কেমডেন নিউ জার্ণাল” যার তিনিই ছিলেন ব্যতিক্রমী অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক। একটানা দীর্ঘ আটত্রিশ বছর তিনি সম্পাদনা করে গিয়েছেন নিজের শিশুপুত্রের আদরে এই পত্রিকাখানা।
সম্পাদক এরিককে নিয়ে কেমডেন নিউ জার্ণালে যৌথভাবে লিখেছেন রিচার্ড ওসলি, টম ফুট ও ডন কেরিয়ার। তাদের সে লেখা থেকে যা জানা যায়, তা’হলো- সে ছিল ১৯৮০ সাল। পুরোনো কেমডেন জার্ণাল পত্রিকার ৯জন সাংবাদিককে ছাটাই করা হয়। সেই থেকে শুরু ছাটাই বিরুধী আন্দোলন। এরিক সক্রিয়ভাবে সে আন্দোলনে গতি সৃষ্টি করেন। ওখান থেকেই ১৯৮২ সালে পৌঁছে জন্ম নেয় ‘কেমডেন নিউ জার্ণাল’। এরিক হন তার প্রথম সম্পাদক। এরিকের চিন্তাজগতে কাজ করতো সাধারণ মানুষের জীবন ও জীবিকা। কেমডেন জার্ণাল নামের এই সংবাদপত্রটি নিয়ে এরিক ভাবতেন, তিনি চাইতেন কেমডেন জার্ণাল হবে গণমানুষের সংবাদপত্র। আরো স্পষ্ট কথায় বললে, কেমডেন জার্ণাল হবে পাঠকের সংবাদ পত্র। আর এই পত্রিকাও কাজ করবে মানুষের কল্যাণে তার পাঠকদের জন্য। মালিক পক্ষের জন্য কোন ধরনের লাভ বা মুনাফা অর্জনের তাগিদে নয়। পত্রিকার কাজে বা অফিসে তিনি ‘বস’ শব্দটি ব্যবহারে কখনই অনুরাগী ছিলেন না, বরং তিনি মনে করতেন পাঠকগনই সংবাদপত্রের মূল মালিক এবং সে বাণীকে সামনে রেখেই তিনি কাজ করে গেছেন আমৃত্যু। তার এই মত তাকে আমৃত্যু পথ দেখিয়ে নিয়ে গেছে। |