1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এসএসসি ফল প্রকাশ, মেয়েরা এগিয়ে - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

এসএসসি ফল প্রকাশ, মেয়েরা এগিয়ে

বিশেষ প্রতিবেদক॥
  • প্রকাশকাল : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২০৫ পড়া হয়েছে

এ জেলায় পাশের হার ৭২.১৭ শতাংশ

মৌলভীবাজারে জিপিএ-৫ এ

এগিয়ে  মেয়েরা ৭১২জন ও ছেলে ৬০১জন

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজার জেলায় পাসের হার ৭২ দশমিক ১৭ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ১৩শ ১৩ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ এগিয়ে এবার মেয়েরা। এবার ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। কৃতকার্যেও তাদের সংখ্যা শীর্ষে।

এবছর মৌলভীবাজারে মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৯শ ৩৪ জন। এর মধ্যে ছেলে ৯ হাজার ৫শ ২০ জন এবং মেয়ে ১৪ হাজার ৪শ ১৪ জন। জেলায় মোট পাস করেছে ১৭ হাজার ২শ ৭৩ জন। পাসের মধ্যে ছেলে ৬ হাজার ৯শ ২৮ ও মেয়ে ১০ হাজার ৩শ ৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ১৩শ ১৩ জন। এর মধ্যে ছেলে ৬শ ১ জন মেয়ে ৭শ ১২ জন। পাশের হারে ছেলে ৭২.৭৭ শতাংশ ও মেয়ে ৭১ .৭৭ শতাংশ।

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, জেলার সদর উপজেলায় ৪৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৫ জন। এ উপজেলায় পাসের হার ৬৮.৬৭ শতাংশ।

রাজনগর উপজেলায় ২৪১১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন। এ উপজেলায় পাসের হার ৮৭.৩০ শতাংশ।

কুলাউড়া উপজেলায় ৪১৯২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৪ জন। এ উপজেলায় পাশের হার ৭১.৩৫ শতাংশ।

জুড়ী উপজেলায় ১৭৯১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। এ উপজেলায় পাসের হার ৬৬.০৫ শতাংশ।

বড়লেখা উপজেলায় ৩৫৪১ জন পরীক্ষার্থীও মধ্যে পাস করেছে ২৪০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। এ উপজেলায় পাসের হার ৬৭.৯৮ শতাংশ।

কমলগঞ্জ উপজেলায় ৩৪৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৭৮০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৯ জন। এ উপজেলায় পাসের হার ৭৯.৯১ শতাংশ ও

শ্রীমঙ্গল উপজেলায় ৪১৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৮২০ জন। এ উপজেলায় ২৬৪ জিপিএ-৫ পেয়ে ৬৭.৬২ শতাংশ হারে পাসের তালিকায় এসেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT