1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কঠোর লকডাউনের প্রথম দিন, ১৬৭ জনকে ৮০ হাজার টাকা জরিমানা - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

কঠোর লকডাউনের প্রথম দিন, ১৬৭ জনকে ৮০ হাজার টাকা জরিমানা

আব্দুল ওয়াদুদ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৯৫ পড়া হয়েছে

কোভিভ- ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কঠোর লকডাউনের প্রথম দিনে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান’র নেতৃত্বে বৃহস্পতিবার জেলা সদরসহ অন্যান্য উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে ১৬৭জন ব্যক্তিকে মোট ৮৯ হাজার টাকা ৯শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জুড়ী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি নির্দেশনা অমান্য করায় এক ব্যক্তিকে সাময়িকভাবে আটক রাখেন।

উল্লেখ্য সকাল থেকে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার ও বিজিবি নিয়ে সারা মৌলভীবাজার শহর মনিটরিং করেন।
এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT