পর্যটন জেলা মৌলভীবাজারে কঠোর লকডাউনের টানা তৃতীয় দিন শনিবারে পৃথক পৃথক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় মোট ২২টি অভিযান চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ ও উপজেলা নির্বাহি কর্মকর্তাদের সমন্বয়ে সরকারি আদেশ অমান্য করায় ৫১ ব্যক্তিকে সাময়িক আটক করা হয়। এছাড়াও আইন অমান্য করে দোকানপাট খোলাসহ বিভিন্ন কারনে ৯২হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। এতে মামলা দায়ের করা হয় ৮২টি। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। এদিকে মৌলভীবাজারে আজ করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘন্টায় ৭৯ জনের করোনা পরীক্ষা নেয়া হলে ২৩ জনের করোনা ধরা পড়ে। জেলা সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, জেলায় কোভিড-১৯ নিয়ে মারা গেছেন আরো ১ ব্যক্তি। জনস্বার্থে ওই মৃতের পরিচয় গোপন রাখেন তিনি। |