1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনা প্রতিরোধ ও মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে প্রশাসন - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধ ও মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে প্রশাসন

পান্নাদত্ত॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৭২৫ পড়া হয়েছে

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে ঈদের পর থেকে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। নতুনকরে আক্রান্ত হয়েছেন ১৯ জন। এ ব্যাপারে জরুরী সভা করেছে জেলা কোভিড কমিটি। করোনা প্রতিরোধ ও মাস্ক ব্যবহার নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট, জনসমাগমপূর্ন এলাকায় অভিযান পরিচালনা, সচেতনতায় প্রচারনাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ জেলা কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা: পার্থ সারথী দত্ত কানোনগো, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নিয়ন্ত্রন ও প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন জেলা প্রশাসক। সেই সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবং শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে সাংবাদিক, শিক্ষক, ছাত্র, যুবক, ব্যবসায়ী, পরিবহনসহ সকল পেশার প্রতিনিধিদের সহযোগীতা চান তিনি।

জেলা কোভিড কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, গত ঈদের পর থেকে প্রতিদিন জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে জেলা সদর সহ সব উপজেলায় চেক পোস্ট বসিয়ে তদারকি করা হবে। সকল সরকারী বেসরকারী অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্টানে মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সামাজিক সংগঠন গুলোকে সম্পৃক্ত করে মাস্ক ব্যবহার নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। ছাত্র ও যুবকদের মাস্ক ব্যবহারে উৎসাহীত করতে প্রচার-প্রচারণা ও সমন্বয় জোড়দার করা হবে। এছাড়া উপজেলা পযায়ে করোনা টেস্ট বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। ১৭ জুন পর্যন্ত এসব কাযক্রম চলবে। পরে অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT