1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুপিয়ে যুবক হত্যার ৩ দিন পর মামলা - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

কুপিয়ে যুবক হত্যার ৩ দিন পর মামলা

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪১৯ পড়া হয়েছে

রাজনগরে আব্দুল মালিক হত্যার এজহারভুক্ত ৩ আসামী গ্রেফতার


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আব্দুল মালিক(২৮) নামের এক যুবকে গত বুধবার(১৭ নভেম্বর) কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়। খুনের ঘটনায় ওই এলাকার ৩ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকযোগে বাড়ি ফিরছিলেন উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুল মালিক। সাথে ছিলেন তাজুল ইসলাম নামের এক ব্যক্তি। তাৎক্ষনিক নিজগাঁও গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে কয়েকজন মুখোশধারী চলন্তগাড়ি গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে আব্দুল মালিককে। আহত হন তাজুলও। অধিক রক্তক্ষরণের কারনে ঘটনাস্থলেই নিহত হন হতভাগা আব্দুল মালিক।

জানা যায়, উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও এলাকায় সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর মালিকানাধীন বেশ কিছু জমির দেখাশুনা করতেন আব্দুল মালিক। এডভোকেট মন্টু ঢাকায় থাকার কারণে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়াও মন্টু’র মালিকানাধীন জমি নিয়ে বিরোধ রয়েছে তারই মামা নিজগাঁও এলাকার কলা মিয়ার সঙ্গে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকাদ্দমা পর্যন্ত গড়ায়।
নিহত আব্দুল মালিকের ভাই আব্দুল হাকিম জানান, এডভোকেট আব্দুর রকিব মন্টুর সম্পত্তি দেখাশুনা করতেন আমার ভাই। নিজগাঁওয়ের জমি নিয়ে বিরোধের কারণে কলা মিয়া তার ওপরও ক্ষুব্ধ ছিল। এর আগেও কলা মিয়া বিভিন্ন সময় হুমকি দিয়েছেন আব্দুল মালিককে। আমাদের ধারণা কলা মিয়াই এ ঘটনা ঘটাতে পারে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন শনিবার বলেন, ওই ঘটনায় গেল ১৯ নভেম্বর ৪ জনের নাম উল্যেখ্যসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তদন্তে গিয়ে আমরা গেল শুক্রবার কলা মিয়া (৫৫),তার স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এজহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT