1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমডেন কাউন্সিলের ৬০ বছর পুর্তি হলো - মুক্তকথা
সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেমডেন কাউন্সিলের ৬০ বছর পুর্তি হলো কমলগঞ্জের টিলাগড় গ্রামের এক গৃহবধুর আত্মহত্যা(?) নদী ভাঙ্গন আতঙ্কে উদ্বেগ-উৎকণ্ঠায় এলাকাবাসী ॥ ইটের খুয়ার পরিবর্তে গুড়া! অ্যাপ্‌লের জিনিস আর ভারতে বানাবেন না! পারমাণবিকের ৮জন কর্মচারীকে সাময়িক অপসারিত বগুড়ায় জাতীয় সংগীত চলাকালে হামলার প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার বিষয়ে ব্যবস্থা নিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে আইনজীবী সুজন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। তিয়ানশী’র উদ্যোক্তা সমাবেশ নিবিড় পরিচর্যায় অধ্যাপক আজিজ। স্বয়ং গ্রামবাসীগন রাস্তা মেরামত করলেন নারী মাদক ব্যবসায়ী আটক

কেমডেন কাউন্সিলের ৬০ বছর পুর্তি হলো

বিশেষ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২ পড়া হয়েছে

কেমডেন কাউন্সিলের ৬০ বছর পুর্তিতে হয়ে গেলো
সাদা-মাটা পথ অনুষ্ঠান


গত ১ মে এক মনোজ্ঞ পথোনুষ্ঠানের মধ্য দিয়ে কেমডেন কাউন্সিল তার জন্মের ৬০ বছর পুর্তি পালন করলো। আজ থেকে ঠিক ৬০ বছর আগে ১৯৬৫সালে কাউন্সিল হিসেবে কেমডেনের সৃষ্টি হয়। পুরোনো হ্যাম্পস্টিড, হলবর্ণ এবং সেন্ট পাঙ্ক্রাস একিভুত হয়ে সৃষ্টি হয় কেমডেন কাউন্সিলের।

এ উপলক্ষ্যে লণ্ডনের কেমডেন শহরের একটি চরমব্যস্ত রাস্তার ব্যস্ততম একটি অংশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তা বন্ধের এ নির্দেশ গেলো ১মে ‘২৫ থেকে শুরু করে আগামী ১৮মাস পর্যন্ত বলবৎ থাকবে। খবর নিয়ে জানা গেলো নির্দিষ্ট ওই এলাকার ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে কেমডেন কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।

ব্যবসা-বাণিজ্যের সুস্থতার জন্য যানজট এড়াতে রাস্তা বন্ধের পরের দৃশ্য। ছবি: মুক্তকথা

রাস্তাটি যানবাহনের জন্য বন্ধ ঘোষণার অনুষ্ঠানের দিন উপস্থিত একজন কর্মকর্তার সাথে আলাপ করতে গিয়ে তার কাছে জানতে চাই যে দীর্ঘ ১৮মাস সামান্য এ রাস্তাটুকুতে যান চলাচল বন্ধ রেখে কি সত্যিই কোন ফললাভ হবে? উত্তরে ওই কর্মকর্তা বলেন এ মুহুর্তে কিছু বলা সম্ভব নয় তবে আমরা আশাকরি এতে ইতিবাচক কিছু পাওয়া যাবে। তিনি আরও বলেন এদিকে যানচলাচলে কোন বিঘ্ন ঘটবে না। কারণ কাছেই বিকল্প রাস্তা রয়েছে।

বয়স্কদের সামাজিক সেবা দান ও শিশু সেবার ক্ষেত্রে গোটা দেশের মধ্যে কেমডেন কাউন্সিল অসামান্য অবদান রেখে চলেছে। দেশের ‘অফস্টেড’ ও ‘শিশু পরিষেবা এবং দক্ষতার মানদণ্ড’ যাচাইয়ের দপ্তর থেকে অসামান্য অবদানের স্বীকৃতি পেয়েছে কেমডেন।

জনবহুল রাস্তা আপাততঃ জনশূণ্য দেখা গেলেও সপ্তাহে ৩দিন বিশাল জনসমুদ্রে পরিণত হয়। ছবি: মুক্তকথা

এ ‘অফস্টেড’ হল শিক্ষা, শিশু পরিষেবা এবং দক্ষতার মানদণ্ড পরিমাপের অফিস। ‘অফস্টেড’ এর ভাষায়- ‘আমরা সকল বয়সের শিক্ষার্থীদের জন্য শিক্ষা এবং দক্ষতা প্রদানকারী পরিষেবাগুলি পরিদর্শন করি। আমরা শিশু এবং তরুণদের যত্ন নেওয়ার পরিষেবাগুলিও পরিদর্শন এবং নিয়ন্ত্রণ করি।’

২০১০ সাল থেকে এ কাউন্সিল শ্রমিক দলের নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। বর্তমানে কাউন্সিলের নেতা হলেন- কাউন্সিলার রিচার্ড ওলসজেউইস্কি(Councillor Richard Olszewski)। কেমডেন কাউন্সিলের নির্বাহী প্রধান হলেন জেনি রোল্যান্ডস(Jenny Rowlands)। নির্বাহী প্রধানের সহকারী হলেন আমান্দা গ্রান্ট(Amanda Grant) আর তাঁর সাথে যোগাযোগের ইমেইল হলো- amanda.grant@camden.gov.uk.
২০২৪সালের হিসেবানুযায়ী কেমডেন কাউন্সিলের মোট জনসংখ্যা হলো- ১,৪১,১৩৩জন। কাউন্সিলের বর্তমান সাধারণ ব্যবস্থাপক(জেনারেল ম্যানেজার) হলেন এন্ড্রু কারফিল্ড(Andrew Carfield.)

 

রাস্তা বন্ধ লৌহ ফলকের নিচ দিয়ে জনবহুল রাস্তা আপাততঃ জনশূণ্য হয়ে পড়েছে দেখা গেলেও ব্যবসা-বাণিজ্য ঠিকই আগের মতো চলছে। ছবি: মুক্তকথা

২০২১ সালের জরিপানুযায়ী কেমডেনে খৃষ্টীয় ধর্মাবলম্বীর সংখ্যা- ৭০,২২১জন। খৃষ্টান ছাড়া মোট- ১৩,৪৯৭জন। ধর্মীয় বিশ্বাসে স্তর বিন্যাস করা যায় না এমনজনদের সংখ্যা-৩৯২জন। ধর্মনিরপেক্ষ- ৩০,১০৩জন। ধর্ম বলতে চান না- ৫,১৪৩জন।

সংখ্যানুসারে ধর্মাবলম্বী-
পশ্চিমা রোমান কেথলিক- ৩৭,১৩১জন। মোট জনসংখ্যার ৩১.১ শতকরা ভাগ।
এঙ্গলিকান- ১৬,৫৪৭জন। মোট জনসংখ্যার ১৩.৯ শতকরা ভাগ।
ইসলাম- মোট জনসংখ্যার ৪.৮ শতকরা ভাগ।
হিন্দু- মোট জনসংখ্যার ৩.৬ শতকরা ভাগ।
খৃষ্টান(এনএফডি)- মোট জনসংখ্যার ২.৯ শতকরা ভাগ।
বৌদ্ধ- মোট জনসংখ্যার ১.৫ শতকরা ভাগ।
গ্রীক অর্থডক্স- মোট জনসংখ্যার ১.৪ শতকরা ভাগ।
গীর্জার একিভুতিকরণ(ইউনাইটিং চার্চ)- মোট জনসংখ্যার ১.৩ শতকরা ভাগ।
পেন্টেকস্টাল- মোট জনসংখ্যার ১.৩ শতকরা ভাগ।
বেপ্টিষ্ট- মোট জনসংখ্যার ১.২ শতকরা ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT