লন্ডন: পুরনো মধ্যযুগের ঐতিহ্যবাহী ‘কেমডেন লক মার্কেট’ এর আগুনে পুড়ে যাওয়া অংশটি গত রোববারের অগ্নিকান্ডের ফলে পুরনো ঐতিহ্য নিয়ে টিকে থাকতে পারবে কি-না এমন এক প্রশ্নের এখনও কোন সমাধানে পৌঁছতে পারেনি মালিকপক্ষ। ওই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও ঘরের এমনই ক্ষতি হয়েছে যে মেরামত করে কাজ চালানো সঠিক হবে না বলে কেমডেন জার্নাল খবর প্রকাশ করেছে। অবশ্য কেনো তারা এমন ভাবছেন তার বিষয়ে কোন কিছু লিখেননি। এদিকে বাজারের মালিক পক্ষ ‘মার্কেট টেক’ বাজারের পুড়ে যাওয়া অংশটি পুনঃনির্মাণের জন্য পূর্ব তৈরী পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন।
এই অগ্নিকান্ডে ষ্টলসহ ৪০টির মত ছোট ছোট দোকান খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনেকেরই অনুমান। দোকানীরা বলেছেন যে বাজারের উপরতলায় আগুনে তাদের মওজুদ মাল জ্বলে পুড়ে ছাঁই হয়ে গেছে। ফলে শত শত হাজার পাউন্ডের ক্ষতি হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া দালানটি মেরামত করে নিলে কাজে আসবে কি-না, না-কি ভেঙ্গে নতুন করে নির্মাণ ভাল হবে তা জানার জন্য বাজারের মালিকপক্ষ সার্ভেয়ারের জরিপের অপেক্ষায় আছেন। জরিপের পরেই তারা বুঝতে পারবেন অর্থনৈতিক দিক থেকে কোন পথে যাওয়া উপযোগী হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগুনে ক্ষতিগ্রস্ত ২০টি দোকানকে তাদের ব্যবসা চালিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে। যদিও এ পর্যন্ত আগুন লাগার কারণ বিষয়ে সঠিক কোন ধারনায় কোন পক্ষই পৌঁছতে পারেননি। এক কথায় কোথা থেকে এই আগুনের সূত্রপাত তা আজও জানা যায়নি।
সবচেয়ে উল্লেখ করার বিষয় হলো যে ২০০৮ সালেও একবার এই বাজারে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।