1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গলাকাটা লাশ উদ্ধার - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

গলাকাটা লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১২৪৩ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পূর্ব সিরাজনগর এলাকা থেকে জামাল মিয়া ওরফে জামু মিয়া(৫৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার(২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের আঞ্চলিক সড়কের পূর্ব সিরাজনগর এলাকায় একটি ঝোপের পাশ থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি জামাল মিয়া একই এলাকার পূর্ব সিরাজনগরের বারিক মিয়ার পুত্র এবং নিহত ব্যক্তি আঃলীগ নেতা উপরু মিয়ার বাড়ীতে বসবাস করতো।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, নিহত জামাল মিয়াকে কেউ একজন ভোরে তাকে মুঠোফোনে ঘর থেকে ডেকে নিয়ে যায় এবং কয়েক ঘন্টার পর তার বাড়ী থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে উল্লেখিত জায়গা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা আরো জানান, নিহত জামাল এলাকায়  সুদ ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠান। পুলিশ প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT