1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গেলো সপ্তাহের শ্রীমঙ্গল... - মুক্তকথা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

গেলো সপ্তাহের শ্রীমঙ্গল…

কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৬ পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল


শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সাংবাদিক ছাড়াও প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ চাইনিজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন-এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম এবং রেলওয়ে থানার ওসি মো: মওদুদ হাওলাদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাওছার ইকবাল। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, কোষাধ্যক্ষ মো: এহসানুল হক, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, কার্যকরী সদস্য শাকির আহমেদ ও নূর মোহাম্মদ সাগর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ঝলক দত্ত, আমজাদ হোসেন বাচ্চু, আবুজার রহমান বাবলা, মো: সাহাব উদ্দিন, এম এ রব, মিজানুর রহমান আলম, সামছুল ইসলাম শামীম, রুবেল আহমদ, আনোয়ার হোসেন জসিম, গোলাম কিবরিয়া জুয়েল, অরবিন্দু দেব এবং সাংবাদিক মো: আলআমিন মিয়া প্রমুখ।

আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ।

 



 

সাংবাদিকদের সাথে হাজী সেলিম ফাউন্ডেশনের মতবিনিময়


শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৮ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লইয়ারকুল গ্রামে হাজী সেলিম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজী সৈয়দ আহমেদ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের সহসভাপতি হাজী দুলাল মিয়া।

 

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ও খোলা কাগজের প্রতিনিধি এহসান বিন মুজাহির, কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাসিত খান, সালাউদ্দিন শুভ প্রমুখ।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের জন্য কাজ করে আসছে।

তিনি আরও উল্লেখ করেন যে, হাজী সেলিম ফাউন্ডেশন মানবিক সহায়তার অংশ হিসেবে—করোনাকালীন সময়ে দুঃস্থদের জন্য খাদ্য সহায়তা প্রদান, শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, দরিদ্র পরিবারের বিবাহে আর্থিক সহায়তা, মসজিদ, মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠা এবং জমি দান, ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঈদ উপহার, শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তিনি আরও জানান, প্রতি বছর রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হয়, যা ফাউন্ডেশনের ধারাবাহিক উদ্যোগের অংশ।

২০১৯ সালে কাতারপ্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি শুধু হাজী সেলিম ফাউন্ডেশনই নয়, হাজী সেলিম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একাধারে তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা ও মানবিক সহায়তাকর্মী।

ইফতার ও মতবিনিময় সভায় অতিথিরা হাজী সেলিম ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

 



 এতিম ও হাফিজ ছাত্রদের সম্মানে
পূণ্যভূমি স্মৃতি পরিষদে’র ইফতার মাহফিল


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূণ্যভূমি স্মৃতি পরিষদর উদ্যোগে দুই শতাধিক এতিম ও হাফিজদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টে পূণ্যভূমি স্মৃতি পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামীর সভাপতিত্বে ও পরিষদের সাধারন সম্পাদক দৈনিক ইনকিলাব সাংবাদিক আনোয়ার হোসেন জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশন’র সিলেট বিভাগীয় পরিচালক জননেতা মো. ফখরুল ইসলাম।

 

 

ইফতাতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজল মাহমুদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ্ সাধারণ সম্পাদক কাজী মওলানা মো. নাছির উদ্দিন, পৌর আল ইসলাহ সাধারন সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান আবু বরক, আসদ্দর আলী রোড জামে মসজিদের খতিব সৈয়দ একেএম মঈন উদ্দিন আল ফারুকী, সখিনা সিএনজি ফিলিং স্টেশন এবং হাট বাজারের স্বত্বাধিকারী সমাজসেবক শের আলী হেলাল চৌধুুরী, বর্মাছড়া সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলী, সাপ্তাহিক পূবদিক পত্রিকার সহকারি সম্পাদক সালা উদ্দিন ইবনে শিহাব, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. রুবেল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক খোলাকাগজ প্রতিনিধি এহসান বিন মুজাহির, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির নির্বাহী সম্পাদক হাফিজ মিছবাহ্ উদ্দিন যোবায়ের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নিলয়, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম বুলবুল, ছাত্র মজলিস উপজেলা সভাপতি নাইম আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো. সাদিকুল ইসলাম সাদিক, তালামীযে ইসলামী উপজেলা সাধারন সম্পাদক শায়েল আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, সিন্দুরখান ইউপি সদস্য শাহজাহান আহমদ, যুবদল নেতা সেলিম মাহমুদ, মেহেদী হাসান, ইমরান আহমেদ, মকবুল হোসেন’সহ প্রমূখ।

উক্ত ইফতার মাহফিলে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকসহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



ঈদ উপলক্ষে শ্রীমঙ্গল নাগরিক পরিষদের অনুদান বিতরণ



 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ’ কর্তৃক ১৩ শতাধিক সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে ৫’শ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরে জেলা পরিষদ অডিটোরিয়াম এ অনুদান প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ এর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা।

এসময় আরও বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,ওই সংগঠনের সহসভাপতি মোসাব্বির আল মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মকসুদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT