বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন
২ মহিলার মৃত্যু
সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন লেগে তার মা ও চাচির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার, ৮ ডিসেম্বর’২৪ ভোর রাতে শহরতলীর মোস্তফাপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা(৭০) এবং তার চাচি ফুলেছা বেগম(৬৫) নিজ বাড়িতেই শ্বাসরোধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শেখ রুমেল আহমদ মৌলভীবাজার সদর সংলগ্ন মোস্তফাপুর ইউনিয়নের প্রাক্তন ইউনিয়ন চেয়ারম্যান।
মৌলভীবাজার অগ্নিনির্বাপন সেবার কর্মকর্তা, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আগুনের ধোঁয়ায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
উল্লেখ করা প্রয়োজন যে, মৌলবীবাজার জেলা সদর অগ্নিসেবা কেন্দ্রটি আগুনলাগা বাড়ীর কাছাকাছি অবস্থিত।