1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চলে গেলেন মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল(অব.) চিত্ত রঞ্জন দত্ত(বীর উত্তম) - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

চলে গেলেন মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল(অব.) চিত্ত রঞ্জন দত্ত(বীর উত্তম)

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৬৪৮ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল(অব.) চিত্ত রঞ্জন দত্ত(বীর উত্তম) আর নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৫ অগষ্ট মঙ্গলবার এ্যামেরিকা সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

গত বৃহস্পতিবার ২০ আগস্ট নিজ বাড়ীর গোসলখানায় পড়ে গেলে তার পা ভেঙে যায়। পরে হাসপাতালে তার সফল অপারেশন হলেও পুরো সুস্থ্য হয়ে উঠতে পারেন নি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধ ও অসম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন-লড়াইয়ে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। জেনারেল সি আর দত্ত সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।
আমরা এই মহৎ আত্মার চিরশান্তি কামনা করি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT