উল্যেখ্য, গত ২০১১ সালের ৩ মার্চ শ্রীমঙ্গল উপজেলাধীন হোটেল বিরতি রুম নং ৩/২ এর মধ্যে ৩ হাজার ২শ ৪০টি জাল কোর্ট ফি ও জাল কোর্ট ফি বিক্রয়ের নগদ ৯ হাজার ৬শ ২০ টাকাসহ অভিযুক্তদের হাতে নাতে আটক করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। জাল কোর্ট ফি ক্রয়-বিক্রয়ের অপরাধে সাজা প্রদান করা হয়। সাজা ঘোষণার সময় অভিযুক্ত নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। ওই মামলায় তাকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপর পলাতক আসামী রমেন্দ্র ভট্টাচার্যের প্রতি গ্রেফতারী পরোয়না ইস্যু করা হয়।
উল্লেখ্য যে, প্রতি বছর জাল কোর্ট ফি ও স্ট্যাম্প ক্রয় বিক্রয়ের দরুণ বিচার বিভাগ হতে ১০হাজার কোটি টাকা হতে সরকার রাজস্ব বঞ্চিত হয়। যার ফলে, দেশের উন্নয়ন কর্মকান্ড ব্যহত হচ্ছে। মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে সুপ্রীম কোর্ট হতে সরবরাহকৃত ওঈউ গটখঞও-ঋটঘঈঞওঙঘঅখ টঠ-ঋখঅঝঐখওএঐঞ এর মাধ্যমে জ¦াল কোর্ট ফি ও স্ট্যাম্প সনাক্তকরণ প্রক্রিয়া চলমান আছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
|