1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মৌলভীবাজারে - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মৌলভীবাজারে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৩৩৮ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসানে কাঙ্খিত ফললাভ হয়েছে। আইনজীবীদের  সংগঠন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০১৮-১৯ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে-বিকেল ৫টা পর্যন্ত একঠানা ভোট প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হয় এই নির্বাচন। নির্বাচনে ১৬৪ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন রমা কান্ত দাশ গুপ্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম আজাদুর রহমান পান ৯৭ ভোট। এছাড়াও এ পদে আরেক প্রার্থী রণজিৎ কুমার ঘোষ পান ২৯ ভোট। সহ-সভাপতি পদে মোঃ শেখ হাবিবুর রহমান ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মামুনুর রশীদ পেয়েছেন ১শ ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১শ ৮ ভোট পেয়ে সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ কামরেল আহমদ চৌধুরী পেয়েছে ১শ ৫ ভোট। ওই পদে আরেক প্রতিদ্বন্দ্বি আব্দুল খালিক পেয়েছে ৭৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ বদরুল ইসলাম ২শ ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাফিজ আব্দুল আলীম পেয়েছেন ৪৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ১শ ৬২ ভোট পেয়ে বকসী জুবায়ের আহমদ বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ সিরাজুল ইসলাম পেয়েছেন পেয়েছেন ১শ ২৬ ভোট। এ ছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার,আব্দুল মতিন চৌধুরী, পংকজ সরকার,সৈয়দ খালেদ আহমদ ও নীতিশ চন্দ্র দাশ। দিনব্যাপী এই দীর্ঘক্ষণ চলা নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন এ্যাডভোকেট মির্জা সিরাজ উদ্দিন। জুডিশিয়াল বিল্ডিংএর অস্থায়ী বারে অনুষ্ঠিত নির্বাচনে ৩শ ৩১ জন ভোটারের মধ্যে ২শ ৯১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT