লন্ডন: রোববার, ৯ই পৌষ ১৪২৩।। এমনি জিজ্ঞাসা একজন ঝর্ণা মনির! পটুয়াখালির মেয়ে ঝর্ণামনি। দেশের দামি দামি হাসপাতাল আর ডাক্তারদের ভুল চিকিৎসার খেসারৎ এখন কঠিন জীবন-মরণ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। খুবই হৃদয়গ্রাহি ভাষায় তিনি লিখেছেন তার চিকিৎসা আর খেসারতের কাহিনী। তিনি লিখেছেন-“আমি বা আমরা যাবো কোথায়? দেশের মানুষ, ডাক্তারদের সেকেন্ড- ‘গড’ মনে করেন। আর কিছু ডাক্তারের (!) এমন চিকিৎসা সেবার কারণে আমরা দাঁড়িয়ে আছি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। এর দায় কে নেবে? একজন ডক্টর তার ক্লিনিকে দুই মিনিটও রোগীর কথা শুনেন না, গাদা গাদা টেস্ট আর এন্টিবায়োটিক হাতে ধরিয়ে দেন এরই নাম চিকিৎসা সেবা! আর পার্শ্ববর্তী দেশের ডক্টররা চেম্বারে ঘন্টার পর ঘন্টা রোগীর কথা শুনে রোগের কারণের চিকিৎসা করেন, রোগের লক্ষণের নয়। এরপর যদি কেউ আমার মতো একটু সুস্থভাবে বাঁচার জন্য ভিসা, পাসপোর্টের বিশাল ঝক্কি ঝামেলা মিটিয়ে অন্য দেশে গিয়ে চিকিৎসা করান, সেটি কি অন্যায়?”