শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে নগদ অর্থসহ
নারী মাদক ব্যবসায়ী আটক, গ্রেফতার ৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয়দের সহায়তা পুলিশের অভিযানে শহরের শাপলাবাগ রেল ক্রসিং সংলগ্ন কলোনির শাহিদা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীর বাসভবনে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে অবৈধ মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা ও তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ি শাহিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহিদা শাপলাবাগ এলাকার মৃত ফুল মিয়ার স্ত্রী।
এছাড়াও শাপলাবাগ রেলক্রসিং সংলগ্ন পশ্চিম পাশে জনৈক জাহানারা বেগমের টং দোকানের সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, আটক আসামি ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় গত শনিবার(১০ মে) দিবাগত রাতে থানার তদন্ত অফিসার মোবারক হোসেন এর নেতৃত্বে এসআই সুজন কান্তি পালসহ পুলিশের একটি দল শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেলক্রসিং এর পশ্চিম পাশে অবৈধ মাদক ব্যবসায়ী শাহিদা বেগম এর বসত গৃহে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শাহিদা সটকে পড়ে। পুলিশ পুরো গৃহ তল্লাশী করে ৩ পিস ইয়াবা ও বিছানার নীচ থেকে মাদক বিক্রয়ের নগদ দুই লক্ষ আশি হাজার তিনশত পঞ্চাশ টাকা উদ্ধার করে জব্দ করে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাহিদা বেগমকেও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলো, শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে মোঃ মিঠুন মিয়া (২৮), উপজেলার কালাপুর গ্রামের মৃত দুরুদ মিয়ার ছেলে মোঃ ছুরুক মিয় (৩৫), পৌরসভার কালিঘাট রোডের আলকাছ মিয়ার ছেলে মোঃ মিরাজ মিয়া (২৬) এবং শহরতলীর শাপলাবাগ এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া।