মুক্তকথা সংবাদ কক্ষ।। বড়লেখায় পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলাকালে শ্রমিকদের নৈরাজ্যে নবজাতক শিশুর মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে “ইয়ুথ সোস্যাল অরগানাইজেশন” নামের একটি সংগঠন।
বুধবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানব বন্ধন শেষে বক্তব্য রাখেন মোঃ মুহিবুর রহমান, ওয়াসিম আহমদ নিসান ও নিহত নবজাতকের চাচা হাজী আকবর আলী সহ আন্যান্যরা। বক্তারা বলেন, পরিবহন শ্রমিক নেতাদের আসামী করে মামলা করা হয়েছে। এসব ন্যাক্কারজনক কাজে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবী করেন।
উল্যেখ্য ২৮ অক্টোবর বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের আজমির এলাকার দোবাই প্রবাসী কুটন মিয়ার ৭দিন বয়সী শিশু কন্যা অসুস্থ হলে সকাল সাড়ে ৯টায় তাকে নিয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিশুর মা সায়রা বেগম।
পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করলে পথিমধ্যে দুবার চাঁনগ্রাম ও বিয়ানিবাজারে প্রায় ২ঘন্টা এ্যাম্বুলেন্স আটকে রাখলে শিশুটি এ্যাম্বুলেন্সের ভেতর মারা যায়।