1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পাব কোম্পানী 'জেডি হুয়েদারস্পুন' সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

পাব কোম্পানী ‘জেডি হুয়েদারস্পুন’ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ১৪৬৫ পড়া হয়েছে

লণ্ডন।। অতি সাম্প্রতিক ফেইচবুকের কিছু লজ্জাজনক ঘটনার বিপক্ষে প্রতিবাদ স্বরূপ বৃটেনেরসুরা(পাব) ব্যবসা কোম্পানী “জেডি হুয়েদারস্পুন” তাদের সকল সামাজিক গণমাধ্যম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সাংবাদিক সোফি ক্রিস্টি’র খবর আজ প্রকাশ করেছে “দি টেলিগ্রাফ’। কোম্পানীর চেয়ারমেন টিম মার্টিন এর কথা উল্লেখ করে টেলিগ্রাফ লিখেছে, সামাজিক গণমাধ্যমে অপপ্রচার আর এমপি’দের খেয়ালখুশীমত কল্পকাহিনীর কারণেই কোম্পানীর চেয়ারপারসন এমন সিদ্ধান্ত নিয়েছেন।
কোম্পানীটি তাদের ফেইচবুক ও টুইটার হিসাব বন্ধ করে দিয়েছে যেখানে তাদের অনুসারী ছিল যথাক্রমে ৪৪,০০০(চৌচল্লিশ হাজার) এবং ১০০,০০০(একলক্ষ)। সারা দেশব্যাপী তাদের ৯০০টি শাখা ও প্রধান অফিসের জন্য ইন্সটাগ্রাম ব্যবহারও বন্ধ করে দিয়েছে।
এক ব্যাখ্যায় কোম্পানীটি বলেছে ব্যক্তিগত বিবরণের অপব্যবহার ও সাম্প্রতিক ফেইচবুকের অপমানকর ঘটনা এবং গণমাধ্যমের নেশাধর্মী ব্যবহারের কারণই এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT