1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৫২৭ পড়া হয়েছে

pic-kamalgong-1বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট
কমলগঞ্জের ৫ গ্রামের মানুষ

কমলগঞ্জ মৌলভীবাজার দফতর থেকে: মঙ্গলবার, ৮ই নভেম্বর ২০১৬।। কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রামের মানুষ বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছে। কৃষকরা রাত জেগে পাহারা দিয়েও বাঁচাতে পারছে না পাকা ধান, আনারস, লেবু, কলা, পেঁপে জাতীয় ফসলাদি। জানা যায়, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের লংগুরপার, বালিগাঁও, মোকাম টিলা, বটেরতল, মাহিম টিলা এলাকায় রাত হলেই পাহাড়ী বন্য শুকুর হানাদেয় ফসলের জমিতে। বন্য শুকুর সমুহের ঝটিকা হানা পাকা ধান মাড়িয়ে বিনষ্ট করছে। পাশাপাশি আনারস, লেবু, কলা ও পেঁপে ফসলের গাছ দুমড়ে-মুছড়ে বিনষ্ট করছে।


কৃষক সিকন্দর আলী, হারিছ মিয়া, আবু মিয়া, বাবুল মিয়া ও মেহের আলী জানান, প্রতিটি রাতই আমাদের জন্য একটি আতংকের রাত। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ফসল তোলার সময় এগিয়ে আসছে। কিন্তু পাহাড়ী বন্য শুকুর সমুহ হানা দিয়ে আমাদের ফসল বিনষ্ট করছে। প্রতিদিনই আমরা রাত জেগে গ্রামের ফসলী এলাকায় পাহারা দিয়ে ও ফসল রক্ষা করতে পারছি না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT