আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সনাক শ্রীমঙ্গলের উদ্যোগে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি বাংলাদেশে সরকারিভাবে চতুর্থবারের মত উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৪ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর অংশগ্রহনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল এর উদ্যোগে ‘কোভিড-১৯ মোকাবিলায় চাই দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা: দুর্নীতি থামাও, জীবন বাঁচাও’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভাচুর্য়াল আলোচনা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
টিআইবির এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এবং সনাক সদস্য জনাব শাহ আরিফ আলী নাসিম এর স ালনায় আলোচনায় সভায় স্বাগত বক্তব্য ও দিবসটির উপর ধারনাপত্র উপস্থাপন করেন সনাকের সহ সভাপতি জলি পাল।
দুর্নীতিবিরোধী কার্যক্রমে টিআইবি ও সনাকের এর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য অয়ন চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারি অধ্যাপক রজতশ্রভ্র চক্রবর্তী, সনাক সদস্য ও ইয়েস আহ্বায়ক জিডিশন প্রধান সূছিয়াং, টিআইবি সিলেট ক্লাস্টার এর প্রেগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু।স্বজন আহ্বায়ক দেলোয়ার হোসেন, স্বজন সদস্য ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ।
উপস্থিত ছিলেন সনাক সদস্য, দুপ্রক সদস্য, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শ্রীমঙ্গলের বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে এখন দুর্নীতি করে কেউ ছাড় পাচ্ছে না। করেনাকালে ঘটে যাওয়া কিছু ঘটনা খুবই দুঃখজনক। তবে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাঘব বোয়ালদেরকেউ ছাড় দিচ্ছে না সরকার। তিনি বলেন আসলে দুর্নীতি শুধু আইন প্রয়োগ করেই রোধ করা সম্ভব নয়। এটি আসলে শুদ্ধাচারের একটি বিষয়। ব্যক্তি মানুষ যদি শুদ্ধাচার মনে চলেন এবং তার ভিতরে মনুষ্যত্ববোধ থাকে তাহালে সে কখনই দুর্নীতির সাথে জড়িত হতে পারে না। দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হলে সামাজিক আন্দোলন শুরু করতে হবে নিজের পরিবার থেকে। তিনি বলেন দুদক কোমলমতি শিশুদের মধ্যে শুদ্ধাচার বিষয়টি নিয়ে কাজ করছে এবং প্রতিটি বিদ্যালয়ে সততা স্টোর খোলা হয়েছে। এটি একটি ভালা নজির। দুর্নীতিকে ঘৃনা করা এবং বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হলে আসলে নিজেকে পেিবর্তনের কোন বিকল্প নেই।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতায় ও আরটিআই এবং কুইজ প্রতিরোগিতায় বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
আরটিআই আবেদন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সনাক শ্রীমঙ্গল এর ইয়েস সদস্য রাজীব সরকার, দ্বিতীয় স্থান অর্জন করেন রাতুল রায়, ইয়েস সদস্য সনাক শ্রীমঙ্গল এবং তুতীয় স্থান অধিকার করেন জুই রানী দেব ইয়েস সহ দলনেতা ইয়েস গ্রুপ সনাক শ্রীমঙ্গল এবং কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেনীর শিক্ষার্থী সৈয়দা সাদিয়া বিনতে সাঈদ, দ্বিতীয় স্থান অর্জন করেন দি বাডস রেসিডেস্য়িাল মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী শুভ কৈরী এবং তৃতীয় স্থান অর্জন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেনীর শিক্ষাথী আখলিমা আক্তার রিমি। বিজয়ীদের পুরস্কার ও সনদ সনাক অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়।
|