বিদায় নিলেন “ডক্টর সুমিত রায়”। বিখ্যাত অভিনেতা বিকাশ রায়ের ছেলে। যিনি প্রথম মোবাইল হ্যান্ড সেটের ডিজাইনার এবং আবিষ্কর্তা। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশ পরীক্ষায় প্রথম। তার পর থেকে আর কখনও দ্বিতীয় হননি। বিদেশে ইউনিভার্সিটির সব পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে ডক্টরেট পান।
আমেরিকার জগৎ বিখ্যাত বেল টেকনিক্যাল ল্যাবরেটরির একজন প্রথম সারির কারিগরী বিজ্ঞানী হয়েও, বহু বছর আমেরিকার নিউজার্সিতে থেকেও, বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি জগতের ছিলেন একজন গুনমুগ্ধ পৃষ্ঠপোষক।
দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে ভুগে গতকাল ৮১ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে গেলেন। ওম্ শান্তি!
সংগৃহীত: বিজন চ্যাটার্জির কলাম থেকে
|