এমদাদুল হক।। প্রধানমন্ত্রীর অনুশাসন-‘এক খন্ড জমি যেন অনাবাদি না থাকে’ এই কথাকে অনুসরণ করে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর ২০২০খ্রিঃ, বুধবার, ২৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, মৌলভীবাজারের সকল স্কুলের খেলার মাঠ ব্যতীত অন্যান্য পতিত জমিতে শিক্ষার্থীদের নিয়ে সবজি চাষ করে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন পালনের জন্য শিক্ষকদের আহবান জানান। এতে শিক্ষার্থীরা সবজিচাষে উৎসাহিত হবে ও বাড়িতে সবজি চাষ করে সবজির চাহিদা পুরণ করবে। সাথে সাথে শিক্ষার্থীদের প্রয়োজন মতো পুষ্টিকর ও ভিটামিন জাতীয় খাবারসহ ভেজালমুক্ত সবজি খেতে পারবে। এদেশের আবহাওয়া কৃষির উপযোগী ও এদেশ কৃষিপ্রধান দেশ। তাই শিক্ষার্থীদের এ-সম্পর্কে সচেতন করে তুলতে হবে ও সবজি চাষে উদ্ভুত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার।
|