মুক্তকথা সংগ্রহ।। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO’এর প্রধান ড. টেডরেস আধানম গেব্রেসাস বিশ্ববাসীকে আশারবাণী শোনালেন। তিনি বলেছেন মানুষের জন্য টিকা বাজারে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ভয়ানক করোণা’র বিস্তৃতিতে সারা বিশ্বের মানুষ হতভম্ব দিশেহারা। সকলেই অপেক্ষায় কবে কখন আসবে মৃত্যুঞ্জয়ী টিকা। মানুষ আবার আগের মত এক হয়ে গলাগলি করে চলতে পারবে। বিশ্ব প্রকৃতির সন্ত্রাস মহামারী করোণা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র একটি বৈঠক ছিল। সে বৈঠকের পরই সংবাদ মাধ্যমকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রধান টেডরেস গেব্রেসাস বলেন যে তিনি আশা করছেন চলতি বছরের শেষের দিকে একটি টিকা পাওয়া যেতে পারে। এর বেশী কিছু বলতে চান নি তিনি। |