বিশ^ শিক্ষক দিবসে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন,মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশীদ। ইম্পেরিয়েল কলেজ’র অধ্যাপক সিতাব আলী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আদর্শ শিক্ষক ফেডারেশন, সিলেট মহানগ’র সভাপতি প্রফেসর ডক্টর এটি এম মাহবুব-ই-ইলাহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ ফজলুল্লাহ, আদর্শ কলেজ শিক্ষক পরিষদ,মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর হাফেজ মাহবুবুর রহমান ওসমানী, আদর্শ শিক্ষক ফেডারেশন, সিলেট অঞ্চল’র সমন্বয়ক জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ। বক্তব্য দেন কুলাউড়া,ভুকশিমইল আলীম মাদ্রাসার প্রিন্সিপাল এ এইচ এম বজলুল হক, পাথারিয়া গাস্কুল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক আব্দুল মোহাইমিন,নাজির হাসান দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওঃ আব্দুল মছব্বির, আদর্শ কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষক পরিষদ’র সভাপতি হাবিবুর রহমান হারিছ, আটঘর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা মন্ডলীও উপস্থিত ছিলেন।
জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলার অভিষেক অনুষ্ঠিত হয়ে গেলো। গত শনিবার, ৫ অক্টোবর মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলে সদর উপজেলা সভাপতি মাও. আমিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় ইমাম সমিতির যুগ্ম আহবায়ক মাওলানা মকবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় ইমাম সমিতির সদস্য সচিব মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মৌলভীবাজার সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা বজলুর রশিদ চৌধুরী, সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সহ সভাপতি হাফিজ আব্দুর রশিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ইমাম সমিতির যুগ্ম আহবায়ক মাওলানা মুফতি বশির আহমদ, সৈয়দ শাহ মোস্তফা রহ. দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মির্জা শামীম আহমদ, সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, অর্থ সম্পাদক মাওলানা আশরাফ ফরায়জী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শামীম আহমদ প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন সম্পাদক মাওলানা মুসলিম উদ্দিন। নবীর প্রশংসায় সঙ্গীত পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক মাওঃ লোকমান খান নবীন।