করোনাভাইরাসের সংক্রমন রোধে হাত ধুয়ে পরিষ্কার রাখতে মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বেসিন বসানো হয়েছে। প্রতিটি বেসিনের পাশে হাত ধোয়ার উপকরণ হিসেবে সাবান রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু অধিকাংশ বেসিনে নেই পানি। হাত ধোয়ার উপকরন সাবান নেই কোনোটিতেই। মনে হচ্ছে এগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। অনেকেই হাত ধুতে এসে পানি না পেয়ে ফেরত যাচ্ছেন। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, পুরো জেলায় ৪৪টি বেসিন নির্মাণ করা হয়েছে। প্রতিটি বেসিনের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১’শ টাকা। এদিকে জেলা সদর হাসপাতাল ও ক্লাব রোডে বসানো ২টি বেসিনে গেলে দেখা যায় পানি আছে কিন্তু সাবান নেই। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রথম দফা লকডাউনের আগে বেসিনে পানি এবং যাবতীয় উপকরণ রাখার জন্য জেলার প্রতিটি দপ্তরকে চিঠি দিয়েছি। শহরের জনসমাগমের স্থানে বসানো বেসিনে পানি না থাকলে আজই ব্যবস্থা নিচ্ছি। আগামীকাল সব ঠিক হয়ে যাবে। |