1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যোগাযোগের নামে কৃষিজীবী মানুষের সাথে এ এক নির্মম উপহাস - মুক্তকথা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

যোগাযোগের নামে কৃষিজীবী মানুষের সাথে এ এক নির্মম উপহাস

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৮ মে, ২০১৯
  • ১১৪৪ পড়া হয়েছে

মৌলভীবাজার থেকে সংবাদাতা।। দেখতে নুতন একটা সেতু মনে হলেও সেটির সাথে সড়কের কোন সংযোগ হয়নি আজো। এমন অবহেলার যায়গাটি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কাউয়াদীঘি হাওর সংলগ্ন সুনামপুর-সুরিখাল সড়কের পুকুরিয়া বিলের পাড়ে প্রায় ৫ বছর পূর্বে এ ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু মাটি ভরাট না করার কারণে এ এলাকার শত শত কৃষক সেতুর পাশ দিয়ে নৌকা নিয়ে যাতায়াত করেন ধান কাটতে। এবছরও শিলা বৃষ্টিতে যখন ওই বিলের সিংহভাগ ধান নষ্ট হয় তখন ক্ষয়ক্ষতির প্রতিবেদন তুলে আনতে গিয়ে অনেক কৃষকের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, ব্রীজের দু’পাশে মাটি ভরাট না করার কারণে এ পথদিয়ে একে বারে চলাচল বন্ধ হয়ে গেছে। আর যারা জরুরী কাজ করতে আসেন, তারা নৌকা নিয়ে চলাচল করেন।
কেশরপাড়া গ্রামের কৃষক আনোয়ার মিয়া জানান, এ ব্রিজে মাটি ভরাটের কারণে সাতটি গ্রামের মানুষ কষ্ট পাচ্ছেন। তাছাড়া যখন নির্মাণ কাজ হয় তখন ব্রীজটি নীচু করে উঠানো হয়েছে। যদি আরো কিছুটা উচু হতো তবে বর্ষা মৌসুমে ব্রীজের তল দিয়ে নৌকা পাড়াপাড় করা যেত। স্থানীয় উত্তরভাগ ইউপির ২নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কবীর জানান, এ ব্রিজ সাবেক ইউপি সদস্য আলী আহমদ এর সময়ে নির্মাণ হয়েছিল। পরে আর মাটি ভরাট হয়নি। এখন পর্যন্ত মাঠি ভরাটের কাজ কেন হচ্ছেনা জানতে চাইলে তিনি বলেন, “মাটি ভরাট নিয়ে উত্তরভাগ ইউপি চেয়ারম্যান সাহেবের সাথে আমার একাধিকার আলাপ হইছে”। “তিনি আমাকে বলছেন ওয় করিলিমু”। এ যেনো কৃষিজীবী মানুষের সাথে রাস্তার নামে ব্যঙ্গোপহাস।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT