মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল অবৈধ্য ভাবে মজুদ করে বাজার অস্থিতিশীল ও অতিরিক্ত মুল্যে আদায়ের অভিযোগে শ্রীমঙ্গলের দু’টি প্রতিষ্ঠানকে ৪লক্ষ টাকা জরিমানা করেছে ভ্র্যামামান আদালত। বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রীমঙ্গল পাইকারী পন্যোর কেন্দ্রস্থল শহরের সেন্ট্রাল রোড-পুরান বাজার অভিযান চালিয়ে এ জরিমান আদায় করা হয়।
জরিমানা প্রদানকারী দু’টি প্রতিষ্ঠান হলো মুক্তিযোদ্ধা মার্কেটের মেসার্স রিপন ট্রেডার্স’কে ১ লক্ষ ও পাপন স্টোরকে ৩ লক্ষ টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিমের সহায়তায় অভিযানের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কদর আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ।