শ্রীমঙ্গল পৌরসভার সাবেক জননন্দিত ও সফল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মানবাধিকার কমিশন শ্রীমঙ্গল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক শ্রীভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, উদীচী শ্রীমঙ্গলের সাবেক সফল সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক এম এ রহিম গুরুতর অসুস্থ।
উনাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে ও পরে অবস্থার কিছুটা অবনতি হলে গতকাল ৭ এপ্রিল শুক্রবার সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করা হয়েছে।
পূর্বের চেয়ে শারিরীক অবস্থার কিছুটা উন্নত হলেও বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ছেলে এবং মেয়ে বাবাকে দেখাশুনা করছে। বিষয়টি উনার ছেলে ব্যাংকার রোমান আহমেদ রুম্মন নিশ্চিত করেছে।
উনার দ্রুত সুস্থতার জন্য একমাত্র ছেলে ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মরত রোমান আহমেদ রুম্মন ও হবিগঞ্জে বসবাসরত একমাত্র মেয়ে রুমানা আক্তার ঝুমু এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করা হয়েছে।