মৌলভীবাজারে বন্যার্তদের পাশে এসে দাড়িয়েছে রেপিড একশন বেটেলিয়ান। বুধবার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ও রাব’এর মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক(অপারেশনস্)- কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, রাব সদর দপ্তর এর পরিচালক(অপারেশনস্) লেঃ কর্নেল মোঃ মাহবুব হাসান, রাব-৯ অধিনায়ক(সিলেট) লেঃ কর্ণেল আলীহায়দার আজাদ আহমেদসহ রাবের উদ্ধর্তন কমকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, মৌলভীবাজার জেলা পুলিশসুপার, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ খবর জানায় রাব। ত্রান কার্যক্রমে এলাকার ৫শ ২০টি পরিবারের প্রত্যেকটি পরিবারকে ১০কেজি চাল, ২লিটার সোয়াবিন তৈল, ৩কেজি মসুর ডালসহ, পেঁয়াজ, রসুন, লবণ, আদাসহ পরিমানমত খাবার স্যালাইন, চিড়া, গুড়, আটা, হলুদের গুড়া, মরিচের গুড়া, ডানো দুধ, হুইল সাবান, ডেটল সাবান ও লাইটার বিতরন করেন।