মৌলভীবাজার প্রতিনিধি।। গত ১৩ই জুলাই সোমবার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের সোনাছড়া ও গিলাছড়ার গারো পল্লীতে ত্রাণ বিতরণ করেছে “সোনতে কি পাও” নামের ঢাকার একটি সংগঠণ। কিছুদিন পূর্বে একটি অনলাইন নিউজ পোর্টালে “খাদ্য সংকটে শ্রীমঙ্গলের গারোরা” এই শিরোনামে খবরটি প্রকাশ হলে ‘শুনতে কি পাও’ সংগঠনের তা নজরে আসে। ফলে এই সংগঠন শ্রীমঙ্গলের সাথে যোগাযোগ করে এবং সাহায্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করে।
তারই ফলশ্রুতিতে তাদেরই উদ্যােগে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলের কালাছড়া ও গিলাছরার ৩৬ গারো পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৮ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও একটি করে সাবান বিতরণ করা হয়। দান-অনুদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “শুনতে কি পাও” সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ঢাকার প্রান্তি চৌধূরী, জ্যেষ্ঠ মাট নির্বাহী আল আমিন বিশ্বাস, উষা, তমিস্রা তিথি ও কবি জাবেদ ভুঁইয়া প্রমূখ।