লন্ডন: শুক্রবার, ২৩শে অগ্রহায়ণ ১৪২৩।। এটি ‘প্রশাসনিক নিউজ’ নামের ফেইচবুকের একটি সংবাদ। এমনতর ব্যবস্থার কথা শুনবে, এমন আশা কোন জাতির মানুষের নাই। দুনিয়ার সকল দেশের ধনী-নির্ধন সকল মানুষই এমন দেশ ও জাতি আশা করে। সুদীর্ঘ পয়তাল্লিশ বছর পর হলেও আমরা এ খবর শুনে আনন্দ পাচ্ছি আশ্বস্ত হচ্ছি এই ভেবে যে অবশেষ আমাদের দেশ, বিশেষ করে আমাদের পুলিশ এখন থেকে আর নির্যাতনকারী নয় বরং সেবক আর এটি বুঝে শুনেই, কোন রাজনৈতিক সুযোগ নেয়ার উদ্দেশ্যে নয়। এবং তাই যেনো হয়।
পুলিশের দ্বারা যে কোন হয়রানি হলে অভিযোগ কুরুন।
সকল জন সাধারনের দৃষ্টি আকর্ষন করছি আপনাদের প্রতি অনুরোধ রইলো পুলিশের যে কোন পদবীর কর্মকর্তা ও কর্মচারীগন বা পুলিশের সিভিল স্টাফ যদি সাধারণ জনগণ বা অন্য পুলিশ সদস্যদের সাথে খারাপ ব্যাবহার করে বা ঘুষ চায় বা হয়রানি করে বা নির্যাতন করে বা এমন কোন কাজ করে যা আপনাদের মানসিক বা শারিরীক বা আর্থিকভাবে ক্ষতি হয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণাদি সহ নিম্নের ঠিকানায় অভিযোগ প্রেরণ করেন!!
এখানে অভিযোগকারীর নাম, ঠিকানা প্রকাশ করা হয় না!! অবশ্যই উপযুক্ত ফল পাবেন।।
(উল্লেখ্য বিষয় হচ্ছে এখানে শুধু মাত্র পুলিশের
বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করা হয়। )
এ্যাডিশনাল ডিআইজ (ডিসিপ্লিন)
বাংলাদেশ পুলিশ
NC COM ভবন ( ৭ম তলা)
পুলিশ হেডকোয়ার্টার্স
ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা
ফোন – ৯৫৬১৮৪৬।
ধন্যবাদান্তে
এডমিন মোস্তাকিম বগুড়া।