কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বেলা দেড়টার দিকে আব্দুল বাছিত ‘দৈনিক সারাবেলা’র প্রতিনিধি আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর থেকে উপজেলা সদরে আসছিলেন। পথে কমলগঞ্জ-মুন্সিবাজার সড়কের মান্দারীবন এলাকায় পৌঁছানোর পর তাঁদের গতিরোধ করে অতর্কিতে কোপাতে থাকে তিন সন্ত্রাসী। এ সময় সঙ্গে থাকা আমিনুল দৌড়ে পালালে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে স্থান ত্যাগ করে।
মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সাংবাদিকেরা তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার(কমলগঞ্জ – শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল ইসলাম মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঠিক কী কারণে ও কারা হামলা করেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তিনি বলেন, সরেজমিনে বেশ কিছু তথ্য – উপাত্ত পাওয়া গেছে। দ্রুত হামলার রহস্য উদঘাটন করা হবে।
|