দৈনিক নয়া দিগন্ত ও বাংলাদেশ বেতারের মৌলভীবাজার জেলা সংবাদদাতা ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ আতাহারের মৃত্যুর আজ পেরিয়ে গেল ৫ বছর। তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারী ইন্তেকাল করেন।
আজ তাকে শ্রদ্বাভরে স্মরণ করছি। মৌলভীবাজারে সাংবাদিকতায় সৈয়দ মোহাম্মদ আতাহার অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার সততা ও স্বভাবসুলভ সুন্দর আচার-আচরণে আমরা হয়েছি মুগ্ধ কাজের প্রতি তার আন্তরিকতা ও নিষ্ঠা সবার জন্য ছিল অনুকরণীয়। তিনি ছিলেন সৎ, দক্ষ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক।
তার অভাব সত্যি অপূরণীয়। মহান আল্লাহ পাকের কাছে তার আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করছি।
সাংবাদিকতা পেশায় সৈয়দ মোহাম্মদ আতাহার ছিলেন বাতিঘর। মৌলভীবাজারের মাটি ও মানুষের প্রতি তার অঙ্গীকার ছিল। আজকের দিনে তার অনুপস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। সাংবাদিকতার পেশাগত মানকে যারা প্রতিষ্ঠা করেছেন, সৈয়দ মোহাম্মদ আতাহার ছিলেন তাদের মধ্যে অন্যতম।
অত্যন্ত সাহস ও মুন্সীয়ানার সঙ্গে দায়িত্ব পালন করেছেন সৈয়দ মোহাম্মদ আতাহার। সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্নেও তিনি ছিলেন আপসহীন। ব্যক্তি ও সংসার জীবনেও তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল এবং পরোপকারী।
সৈয়দ মোহাম্মদ আতাহার আজ আমাদের মাঝে না থাকলেও তার কীর্তি, জীবনাদর্শ আমাদের জন্য সম্পদ।