লন্ডন: শনিবার, ১৪ই মাঘ ১৪২৩।। সাংবাদিক নির্যাতন। তাও আবার গণতন্ত্রের কামেলপীর আমেরিকায়! ট্রাম্প সাহেবের ক্ষমতারোহনের দিন থেকেই তার শুরু। যে আমেরিকা কথায় কথায় গণতন্ত্রের জিগির তুলে। এই গণতন্ত্রের নামে কত দেশের স্বাধীনতাকে তার হরণ করেছে তার হিসেব দিতে হলে রীতিমত গবেষণা করতে হবে। তাদের এই মেকি সুবিধেবাদী গণতন্ত্রের আহাজারির কারণেই মনে হয় এবার আরো অনেক কিছুর সাথে সাংবাদিক নির্যাতনের মধ্য দিয়েই শুরু হল নতুন আমেরিকার পথ চলা।
প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকানুষ্ঠান চলাকালীন হলের বাইরে প্রতিবাদী বিরুধীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় একজন সাংবাদিক ইভান এঞ্জেল কে পুলিশ গ্রেপ্তার করে ও মামলা দেয়। মামলায় মিথ্যা হত্যার ধারা সংযোজিত হয়। পরে ‘প্রসিকিউটরস’ ইভান এঞ্জেল’এর বিরুদ্ধে আনীত মিথ্যা হত্যা অভিযোগ প্রত্যাখ্যান করে।
ডোনাল্ড ট্রাম্পের প্রধান সংবাদ মাধ্যম উপদেষ্টা স্টিভ বেন্নন বলেছেন যে সংবাদ মাধ্যমকে তাদের মুখ বন্ধ রাখতে হবে।
চারজন সাংবাদিককে ট্রাম্প বিরুধী প্রতিবাদের খবর সংগ্রহ ও প্রকাশ করায় কমপক্ষে ১০ বছরের জেলদন্ড ভোগ করতে হবে।
আমেরিকানরা বৃটিশ সাংবাদিকদের ভূয়শী প্রসংশা করেছেন।
(দি ইন্ডিপেন্ডেন্ট থেকে সংগৃহীত এবং অনুদিত)