ঢাকা।। তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সামরিক ভাবে নয়, রোহিঙ্গা সংকট কাটিয়ে উঠার বিষয়ে কূটনৈতিক তৎপরতায় বিশ্বাসী বাংলাদেশ। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের সমস্যাটি জাতিগত। এটি কোনো ধর্মীয় সমস্যা নয়। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফেরৎ পাঠানো এবং নিরাপদে মর্যাদার সঙ্গে তাদের দেশে পুনর্বাসনেই এ সমস্যার একমাত্র সমাধান।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট উত্তোরণ ও মিয়ানমারের সামরিক উত্তেজনা সৃষ্টির উসকানি মোকাবেলা সামরিক উপায়ে নয়, কূটনৈতিক তৎপরতা দিয়ে মোকাবেলা করতে হবে এবং এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশ সরকার।
আজ সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়ানমারের অভ্যন্তরে গণহত্যার ব্যাপারে ইনু বলেন, জাতিসংঘের মাধ্যমে এই বিষয়ে তদন্ত কমিটি করতে হবে। এছাড়াও কয়েকটি দাবি জানান তিনি। বিএনপি’র ভূমিকা বিষয়ে মন্তব্য করতে গিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সরকারকে ঘায়েলের ব্যর্থ চেষ্টা করছেন। তথ্য সূত্র: ইত্তেফাক