ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারের সিএনজি রিফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে! গতকাল বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। একটি পুরোনো বাসে গ্যাস ভরার সময় আগুনের সূত্রপাত হয় এবং সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৯/১০ টি সিএনজি অটোরিকশা ও ১টি বাস পুড়ে ভষ্ম হয়ে যায়।
প্রায় ২ ঘন্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নবিগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর দমকল বাহিনীর ৩টি ইউনিট। কয়েকজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দমকল স্টেশনের দায়ীত্বে থাকা হাবিবুর রহমান বলেন, সিএনজি পাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে কোথা থেকে আগুন আসলো তা কেই বলতে পারেন না।