1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সুফী সাধক আজমত শাহ সেন্টার, মসজিদ পুণঃনির্মাণ ও ড.শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন - মুক্তকথা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

সুফী সাধক আজমত শাহ সেন্টার, মসজিদ পুণঃনির্মাণ ও ড.শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন

কমলগঞ্জ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৯ পড়া হয়েছে

সুফী সাধক আজমত শাহ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
ও মসজিদ পুণ: নির্মান


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে প্রখ্যাত সুফী সাধক আজমত শাহ প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরপুর জামে মসজিদ পুণ:নির্মান কাজ এবং আজমত শাহ সেন্টারের ভিত্তিপ্রস্তর অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে।

শনিবার(১২ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিদ্ধেশ্বরপুর জামে মসজিদ পুণ:নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ও ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব মঈনুল হাসান। জুনেদ আহমদ খানের সভাপতিত্বে ও সিদ্ধেশ্বরপুর জামে মসজিদ পুণ:নির্মান অনুষ্ঠান কমিটির আহবায়ক এফএম আতিকুর রহমানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সহকারী পরিচালক স্বকৃত নোমান, মোজাফফর হোসেন, ড. সরকার আমিন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, অভিযান প্রকাশণীর প্রকাশক মনিরুজ্জামান মিন্টু, সাংবাদিক-লেখক আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক ও ছড়াকার আকমল হোসেন নিপু, লেখক-গবেষক আহমদ সিরাজ, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, বইয়ের কোরাস-এর সিইও কবি মোজাগিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিদ্ধেশ্বরপুর গ্রামের কৃতি সন্তান আজমত শাহ সেন্টার বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক ড. শোয়েব জিবরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জুয়েল আহমদ।

বিকেলে সিদ্ধেশ্বরপুর গ্রামে আজমত শাহ সেন্টারের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। এ সময় উপস্থিত ছিলেন শাহানাজ মুন্নী, কবি সরকার আমিন, লেখক মঈনুল হাসান, স্বকৃত নোমান, মোজাফফর হোসেন, লেখক আহমদ সিরাজ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণের মাধ্যমে মসজিদের পুণ: নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়।

উল্লেখ্য, সিদ্ধেশ্বরপুর গ্রামের কৃতি সন্তান অধ্যাপক, গবেষক, কবি, সাহিত্যিক ড. শোয়েব জিবরান এর দাদার দাদা আজমত শাহ ছিলেন ইরান-তুরান বংশোদ্ভূত সুফি সাধক। তিনি স্থাপন করেছিলেন শতাধিক বছর আগে একটি মসজিদ। সেই মসজিদ বয়সের ভারে জীর্ণ হয়ে যাওয়ায় আধুনিক ডিজাইনে পুণ:নির্মাণ হতে যাচ্ছে। এছাড়া মসজিদের পাশেই “কবির কুটির” নামে একটি লাইব্রেরি ও বিরামকেন্দ্র নির্মিত হবে। এ উপলক্ষে ঢাকা ও মৌলভীবাজারের সংস্কৃতিজনের এক মিলন মেলা বসে সিদ্ধেশ্বরপুর গ্রামে।


ড. শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি গ্রামে ব্রিটিশ ভারতে সিলেট জেলার প্রথম ডিএসসি  ড. শশী ভূষণ মালী এর স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় এই স্মৃতিস্তম্ভেও নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

এর আগে সিদ্ধেশ্বরপুর গ্রামে ড. শশী ভূষণ মালী এর পৈত্রিক নিবাসে কমলগঞ্জ উপজেলা মালাকার সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শুভ্রাংশু নারায়ণ মল্লিকের সভাপতিত্বে ও শিক্ষক দেবাশীষ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, বীর মুক্তিযোদ্ধা জগদীশ মালাকার, বীর মুক্তিযোদ্ধা সুদাস রাম মালাকার, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালাকার সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ রাম মালাকার, অজিত মালাকার, সুরন্ত মালাকার, চরিত্র মোহন মালাকার প্রমুখ।

সভায় বক্তারা ড. শশী ভূষণ মালীর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক আলোকপাত করে বলেন, কোন মহৎ অর্জন একার থাকে না। তাঁর অর্জন দেশ-সমাজের। তিনি যত বেশি মূল্যায়িত হবেন, সমাজ তত বেশি উপকৃত হবে। তিনি সিলেট এমসি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের আসাম গৌহাটি কটন কলেজে অধ্যাপনা করেন। তিনি ”ড. মালী অব আসাম” উপাধিতে ভূষিত হন। বক্তারা ড. শশী ভূষণ মালীর স্মৃতি রক্ষার্থে একটি শিক্ষাবৃত্তি চালু, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের দাবী জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT