১৯৭৩ সালের ঘটনা। বিশ্বব্যাপী তেলের ঘাটতি চরমে। পশ্চিমা বিশ্বের দেশগুলো তেল সংকটে দিশেহারা। ইউরোপের অবস্থা আরো করুন। তেল সংকট সামলাতে গিয়ে নেদারলেন্ডকে একদিনের জন্য “মটরমুক্ত দিন” পালনে যেতে হয়। দুনিয়ার সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল আমস্টারডাম। ছবিতে তারই একটি দৃশ্য। একদিনের জন্য মটরমুক্ত দিন। বাড়িঘর দোকানপাটের সামনে দাড়িয়ে থাকা সারি সারি গাড়ী। গাড়ীর বদলে ঘোড়ায় চড়ে জরুরী কাজে বাহির হওয়া। হঠাৎই রাস্তায় গাড়ীর বদলে ঘোড়ায় চড়া মানুষকে দেখছে এক কিশোরী। ছবি: প্রিন্টারেস্ট থেকে