লন্ডন: এ বিশ্ব ব্রক্ষ্মান্ডে যে আমরা একা নই, সেই বিশ্বাস আরো জোরালো করল নাসার কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)। আমাদের এই নীলাভ গ্রহটির মতোই পাথুরে আরো ১০টি পৃথিবী’র খোঁজ পাওয়া গেছে। গত সোমবার নাসার পক্ষে এ খবর দিয়েছে গার্ডিয়ান ও ইত্তেফাক।
আমাদের পৃথিবী যেমন এই সৌরমণ্ডলে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাসের তুলনায় আকারে ছোট, তেমনই চেহারার নতুন খোঁজ পাওয়া গেছে ১০টি পৃথিবীর। আর সেই ১০টি পৃথিবীই তাদের নক্ষত্র বা তারা থেকে রয়েছে ঠিক সেই দূরত্বে, যেখানে থাকলে সেগুলো বাসযোগ্য হতে পারে। সেগুলোতে প্রাণ থাকতে পারে। আর পানি তরল অবস্থায় থাকতে পারে সেই গ্রহগুলোর পিঠে বা সারফেসে। নক্ষত্র থেকে কোনো গ্রহের সেই দূরত্বকে বলে ‘গোল্ডিলক্স জোন’। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, সিগনাস নক্ষত্রপুঞ্জে যে ২ লাখ তারার ওপর নজর রেখেছিল কেএসটি, তার মধ্যে সন্ধান মিলেছে ২১৯টি ভিন গ্রহের। আর সেই ২১৯টি ভিন গ্রহের মধ্যে অন্তত ১০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে। আর সেগুলো রয়েছে গোল্ডিলক্স জোনে। এই নিয়ে গত ৮ বছরে মোট ৪ হাজার ৩৪টি ভিন গ্রহের খোঁজ পেল কেএসটি। তাদের মধ্যে এবারের ১০টিকে নিয়ে পৃথিবীর মতো ‘বাসযোগ্য’ গ্রহের সংখ্যা দাঁড়াল ৪৯টি।