1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নূর জাহান বেগম আর নেই - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

নূর জাহান বেগম আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৩ মে, ২০১৬
  • ১২১৮ পড়া হয়েছে

13239363_10207407569160682_1885292432846187046_nNurjahanBegum

 

nurjahan_0মুক্তকথা: ২৩ মে: উপমহাদেশের নারী সাংবাদিকতার পথ প্রদর্শক বেগন নূরজাহান আর নেই। আজ সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নূরজাহান বেগমের বড় মেয়ে ফ্লোরা 13240163_10207407569080680_4750115529507591045_nনাসরিন খান সাংবাদিকদের জানান, চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মা মারা গেছেন। 
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিম 13238895_10207407569320686_2607543654159960481_nউদ্দিন জানান, নূরজাহান বেগম সকাল ৯টা ৪৫ মিনিটে মারা যান।
nurjahanBegum2f1dd3b78e167c31e2915b89fe6d63f9c-8c99d7845918eea8564f73d3d79f80a7-9

নূরজাহান বেগমের ছোট মেয়ে রিনা ইয়াসমিন জানান, হাসপাতাল থেকে তার মায়ের মরদেহ দুপুর সাড়ে ১২টার দিকে তাদের নারিন্দা বাসায়
নেওয়া হবে। সেখানে বাদ জোহরের পর পীর সাহেবের মসজিদে প্রথম নামাজে জানাজা হবে। পরে গুলশান ১ নম্বর জামে মসজিদে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য নূরজাহান বেগমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
নূরজাহান বেগম শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ৪ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন।
নূরজাহান বেগম উপমহাদেশের প্রথম নারীদের সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক। সাহিত্য ক্ষেত্রে নারীদের এগিয়ে আনার লক্ষ্যে তিনি ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশ করেন। পরবর্তীতে ১৯৫০ সাল থেকে বেগম পত্রিকা ঢাকায় প্রকাশিত হতো।
নারী সাংবাদিক সাহিত্যিক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা।
১৯৫২ সালে কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সাহিত্যিক ও সাংবাদিক নূরজাহান বেগম বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘসহ বহু পদক ও সম্মাননা পেয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।(সমকাল থেকে সংগৃহীত)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT