মোহাম্মদ আব্দুল মুহিব ফ্রান্স: ফ্রান্সের প্যারিসে রিপাবলিক চত্তরে সম্মিলিত ফ্রান্স প্রবাসীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন চলছে খুব ধুমধামে। ফ্রান্স প্রবাসীরা সবসময় নাড়ীর টানে দল মতের উর্ধ্বে গিয়ে এক সাথে মহান একুশে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন। ফ্রান্সের প্রশাসন অনুষ্টানটি স্থানীয় সময় বুধবার বিকাল ২:০০ ঘটিকা থেকে ৬:০০ঘটিকা পর্যন্ত ঐতিহাসিক রিপাবলিক চত্তরে করার অনুমতি প্রদান করেছে।
অনুষ্টানে নিজ নিজ সংগঠনের ব্যানার ও ফুল নিয়ে উপস্থিত হওয়ার আহবান করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
অনুষ্টানমালা:
একুশে ফেব্রুয়ারী বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম প্রাথমিক উদ্যোক্তা দিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফিআনানের কাছে ১৯৯৮ সালে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ‘একুশে ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
ইউনেস্কো অধিবেশনের ঐতিহাসিক সেই সিদ্ধান্তের শহর প্যারিস। তাই ওখানে বসবাসকারী সকল বাঙ্গালীর মাঝে একটু বাড়তি আবেগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একুশের আয়োজন নিয়ে ফ্রান্স প্রবাসীরা প্রচারনা চালিয়ে যাচ্ছেন এবং সবার উপস্থিতি কামনা করেছেন।