লণ্ডন।। ভূটানের পুনাখা জেলা আদালত চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা একই পরিবারের মানুষ বলে জানাগেছে। এক বিধবা, দুই শালক ও শ্বাশুরী। গতকালই এ রায় দেয়া হয়।
শাস্তিপ্রাপ্ত মূল অভিযুক্ত একজন ২৭বছরের যুবক। আদালত তাকে অনৈচ্ছিক নরহত্যা ও মৃতব্যক্তির উপর অত্যাচারের দায়ে দোষী সাব্যস্ত করেন। তাকে সাড়ে ৪ বছরের সশ্রম হাজতবাসের হুকুম দেয়া হয়। রায় ঘোষণার সময় থেকে ৪ মাসের মধ্যে উসুল করার নিমিত্ত্বে দোষী ওই ব্যক্তিকে ভূটানী মুদ্রায় ৪লাখ ৭১হাজার নূ(Nu) জরিমানাও করা হয়। এই অর্থ নিহত ব্যক্তির আইনী উত্তরাধিকারী পাবেন।
৪০ বছর বয়সী অপর ব্যক্তিকে আদালত ৬ মাসের সাজা দিয়েছেন। ঘটনার সাথে জড়িত বাকী দু’জন মহিলাকে ৩মাসের হাজতবাসের সাজা দেয়া হয়েছে। অবশ্য তাদেরকে জনপ্রতি ১১হাজার নূ জরিমান দিয়ে দিলে হাজতবাস থেকে মুক্তি দেয়া হবে বলে রায়ে বলা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত বছর পহেলা জুলাই। মৃত ব্যক্তি মাদকাশক্ত অবস্থায় সাজাপ্রাপ্ত ব্যক্তির সাথে মারামারিতে লিপ্ত হন এবং মারা যান। সূত্র: বিবিএস