মুক্তকথা সংবাদকক্ষ।। লেখক সাংবাদিক জামাল বিন আহমাদ খাশোগী হত্যা বিষয়ে সৌদি রাজ সরকার দূতাবাসের ১৮জন কর্মকর্তা কর্মচারীকে সনাক্ত করেছে এবং তাদের চাকুরীচ্যুতির ঘোষণা দিয়েছে। আজ শনিবারের ভোরে সৌদি আরব স্বীকার করেছে যে সৌদি লেখক সাংবাদিক জামাল খাশোগীকে ইস্তামবুলের সৌদি কন্সুলেটে হত্যা করা হয়েছে। এ বিষয়ে সন্দেহভাজন ১৮জন সৌদিকে আটক করা হয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর দিয়েছে।
সাংবাদিক লেখক খাশোগী ইস্তামবুলের সৌদি কন্সুলেটে প্রবেশের দু’সপ্তাহের মধ্যে সৌদিরাজ সরকারের সংবাদ মাধ্যমে এ ঘোষণা আসে। সংবাদ মাধ্যম থেকে যতটুকু জানা যায়, খাশোগী তার তুর্কী প্রেমিকাকে বিয়ের প্রয়োজনীয় কাগজাত সংগ্রহের জন্য গত ২রা অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্সুলেটে যান। সেই যে তিনি গিয়েছিলেন আর ফিরে আসেননি। ওই সময় সৌদি আরবীয়া আহমাদ খাশোগীর নিরুদ্দেশ ও ইস্তাম্বুল সৌদি কন্সুলেটে তাকে হত্যা করা হয়েছে বলে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিল যা এবার স্বীকার করে নিল।
সৌদি রাজসরকারের সংবাদ মাধ্যমে প্রকাশিত উক্ত খবরে আরো বলা হয় যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ট রাজকীয় একজন উপদেষ্টাসহ রাজ্যের আরো ৩জন উর্ধতন গোয়েন্দা কর্মকর্তাকে চাকুরীচ্যুত করা হয়েছে। যুবরাজ সুলেমানের পরিকল্পনা, তিনি রাজ্যের গোয়েন্দা ব্যবস্থাপনাকে ঢেলে সাজাবেন বলে ওই খবরে আরো উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জামাল বিন আহমাদ খাশোগীর মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অনুমান করা হচ্ছে তার মৃতদেহ শহরের বাইরে কোথায়ও কোন বন-বাদারে গোপন করা হয়েছে।