আব্দুল ওয়াদুদ॥ আজ সোমবার ২৮ডিসেম্বর, বেশ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো মৌলভীবাজারের বড়লেখা পৌর সভার নির্বাচন। এখানে এই প্রথম ভোটে ইবিএম ভোটিং মেশিন ব্যবহার হলো।
বড়লেখা পৌরসভার এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো বড়লেখা পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫,৯৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২,৪৮৪টি।
উল্লেখ্য যে, বড়লেখা পৌরসভার এ ভোটে বিএনপি প্রার্থী দিয়েছিল। বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৬২৪টি। আজকের ভোটাভুটির প্রথম ধাপে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন(ইভিএম) ব্যবহারের মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৫হাজার ৪৪৩জন।
|