‘বেলুচ ন্যাশনেল মুভমেন্ট’ হেনোভার, জার্মানী। ছবি: বিএনএম-টুইটার
মুক্তকথা সংবাদকক্ষ॥ গত শনিবার ২৭ মার্চ ২০২১ইং, বিশ্বের চারটি দেশে পালিত হলো ‘বালুচ ন্যাশনেল মুভমেন্ট’ এর কালো দিবস ‘বালুচ ন্যাশনেল মুভমেন্ট’ এর একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান যে, বিশ্ব কালো দিবস পালন উপলক্ষে জার্মানী, নেদারল্যাণ্ড, দক্ষিণ কোরিয়া এবং গ্রীস এ চারটি দেশে নিরব বিক্ষোভ, পদযাত্রা ও প্রচারপত্র বিলি করে দিবসটি পালিত হয়। তিনি বলেন, বিএনএম-এর জার্মানী অঞ্চল, শনিবার ২৭মার্চ তারিখে হেনোভার শহরে প্রতিবাদ ও পদযাত্রার আয়োজন করে। বেশ বড় সংখ্যায় জার্মানী জনগন ও বিএনএম-এর কর্মী-সাথীগন শোভাযাত্রা ও বিক্ষোভে শরিক হন। ‘কেইপ এক্সাইল’ এর কর্মীগনও সক্রিয়ভাবে এই প্রতিবাদে অংশ নেয় এবং বক্তব্য রাখে। ‘জয় সিন্দ ফেডারেশন’এর বন্ধুগনও প্রতিবাদ প্রদর্শনীতে যোগ দেয়।
প্রতিবাদ পদযাত্রা ও প্রদর্শনীতে প্রচারপত্র বিলিবন্টন করা হয়। পদযাত্রায় পাকিস্তানের বিরুদ্ধে জবরদস্তিমূলক দখল করে রাখা এবং বালুচদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আওয়াজ উঠে। মিছিল হেনোভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং হেনোভার কেন্দ্রীয় রেলষ্টেশনে গিয়ে শেষ হয়। ওখানে মিছিলকারীরা এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
|