মৌলভীবাজার শিশু একাডেমির কর্মকর্তা জসীম মাসুদ জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১এর জেলা পর্যায়ে কর্মকর্তা কেটাগরীতে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমী সারা দেশের মধ্যে তা’কে এই মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জ্যাতি লাল করী স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়নের বিষয় অবহিত করা হয়েছে।
শিশু বিষয়ক এই কর্মকর্তার তত্ত্বাবধানে মৌলভীবাজারের শিশুরা বিভিন্ন জাতীয় ও বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের সন্মান অর্জন করেছে। তিনি এ জেলায় অত্যন্ত সুনামের সাথে সরকারের শিশু বিষয়ক কর্মসূচী খুবই দক্ষতার সাথে নির্বাহ করে আসছেন।
জসীম মাসুদ একজন মেধাবী, চৌকশ, সুবক্তা ও উপস্থাপক হিসেবে এ জেলায় সবার কাছে সমাদৃত। মেধাবী এই কর্মকর্তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভকরেন।
জসীম মাসুদ বলেন এই পুরস্কার ও মনোনয়নের ফলে আমার দায়িত্ব আরো অনেক বেড়ে গেলো।
|