মৌলভীবাজার, সোমবার, ১৯ জুলাই ২০২১ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে করোনায় ৩ জনের মূত্যু হয়েছে। করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারীরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর গ্রামের হেনা বেগম(৭০), কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের শ্রমিক পবন কুড়াইয়া(৬৫) ও একই উপজেলার আদমপুর এলাকার হারুন মিয়া(৪২)। করোনা ইউনিটের আইসিইউতে গত ১২ ঘন্টায় ওই ৩ জনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাঃ ফয়ছল জামান। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ২৫৮টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১.৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪‘শ ৯ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩ হাজার শত ৬২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭২ জন। | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুবরণ করেন ৪৪ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকারি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২ জন। |