1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাবেক এমপি মোহাম্মদ আহাদ চির অজানার পথে পাড়ি জমালেন - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

সাবেক এমপি মোহাম্মদ আহাদ চির অজানার পথে পাড়ি জমালেন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৬৬৮ পড়া হয়েছে

 


 মৌলভীবাজারে জগন্নাথপুর পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি মো. আহাদ মিয়া

মৌলভীবাজার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলে শ্রীমঙ্গলের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট রাজনীতিবিদ এবং দানশীল শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. আহাদ মিয়া।
মঙ্গলবার বাদ আসর ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর নিজ গ্রামে নিজ বাড়ীতে তৃতীয় জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

এর আগে প্রথম জানাযার নামাজ সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় নামাজ বাদ জোহর মৌলভীবাজার শাহ মোস্তফা শাহী ঈদগাহতে অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল জানাযা পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান লাল হাজী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন, পৌর মেয়র মহসিন মিয়া মধুসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষকসহ বিভিন্ন পেশা লোকজন বক্তব্য রাখেন এবং জানাযায় অংশগ্রহণ করেন। এর আগে পৌর শহীদ মিনারে তাঁর মরদেহ কিছুক্ষণ রাখলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও রাতে আহাদ মিয়ার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিজবাহুর রহমানসহ রাজনৈতিক দরের নেতৃবৃন্দ। সবাই মরহুম আহাদ মিয়ার কর্মময় জীবনের ভয়ুষী প্রসংশা করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য সোমবার(৮ নভেম্বর ) সকাল ১১টার সময় রাজধানীর ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT